রণ বিক্রম ত্রিপুরাকে সভাপতি ও মো: শানে আলমকে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য কমিটি গঠন করে খাগড়াছড়ি জেলায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কমিটি গঠন করা হয়েছে।
নৈরাজ্য,সন্ত্রাস ও জঙ্গীবাদ কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাড়াবার এবং শান্তি-শৃংখলা রক্ষার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি ওয়ার্ড, পৌরসভা, ইউনিয়ন ও উপজেলা ও জেলা পর্যায়ে কমিটি গঠন করার লক্ষে গেল ২০ জুলাই খাগড়াছড়ি জেলা আওয়ালীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি`র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় । সভায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন পেশা শ্রেণীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সভায় দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গী কার্যকলাপের বিরুদ্ধে সামাজিকভাবে সকল স্তরের মানুষকে সচেতনতা সৃষ্টির লক্ষে খাগড়াছড়ি জেলায় সন্ত্রাস ও জঙ্গী বিরোধী কমিটি গঠনে উপস্থিত ব্যাক্তিবর্গ গুরুত্বপূর্ন মতামত দেন ।
এতে সকলের মতামতের ভিওিতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্বা রণ বিক্রম ত্রিপুরাকে সভাপতি ও আওয়ামীলীগ নেতা মো:শানে আলমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলায় সন্ত্রাস ও জঙ্গী বিরোধী কমিটি গঠন করা হয় ।
সভায় দ্রুত সময়ের মধ্যে গঠিত কমিটির মাধ্যমে খাগড়াছড়ির প্রতিটি ওয়ার্ড, পৌরসভা, ইউনিয়ন উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী কমিটি গঠনের সিদ্বান্ত গ্রহন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.