রোববার জুরাছড়িতে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও ফল প্রদর্শনী উদ্ধোধন করা হয়েছে।
অর্থ পুষ্টি স্বাস্থ্য চান-দেশী ফল বেশী খান” এ প্রদিপাদ্যকে সামনে রেৃখে উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের উদ্যোগে বৃক্ষ মেলার আলোচনা সভায় উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক তপন কুমার পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, পরিসংখ্যান কর্মকর্তা সুভাষ চাকমা। এর আগে একটি র্যালী উপজেলা পরিষদ থেকে শুরু করে স্বাস্থ্য কমপ্লেক্স-এ গিয়ে শেষ হয়। আলোচনা শেষে শতাধিক কৃষকদের মাঝে উন্নত জাতে বিভিন্ন ফলজ চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন, বর্তমানে দেশ কৃষি উন্নয়নে ব্যবপক সাফল্য অর্জন করেছে। যার ফলে এ দেশে উৎপাদিত খাদ্য-শস্য দেশের চাহিদা মিতিয়ে বহি দেশে রপ্তানীর মাধ্যমে প্রচুর বৈর্দশিক মুদ্রা অর্জন করতে স্বক্ষম হয়েছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.