বুধবার গভীর রাতে রাঙামাটি শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকায় ষ্টেশন ক্লাব ডেবার পানিতে দুর্বৃত্তরা বিষ ঢেলে দিয়ে কমপক্ষে ১৬মেঃটন বিভিন্ন প্রজাতির মেরে ফেলেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ষ্টেশন ক্লাব ডেবার মাছ হ্যাচারীর মালিক মাহাফুজ উদ্দিন জানান, বুধবার গভীর রাতে রাঙামাটি শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকায় ষ্টেশন ক্লাব ডেবার পানিতে কোন এক সময়ে দূর্বৃত্তরা বিষ পানিতে ঢেলে দেয়। এতে কমপক্ষে ১৬মেঃটন বিভিন্ন প্রজাতির মারা গেছে। বুধবার সকালে মৎস্য হ্যাচারীর শত শত মাছ মরে ভেসে উঠলে তা দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। পরে হ্যাচারীর লোকজন গিয়ে হ্যাচারীতে ভেসে উঠা মরা মাছগুলো নৌকায় তুলে নেয় এবং মাটিতে পুতে ফেলে। তিনি আরও জানান, বিষ প্রয়োগের কারণে জল মহালের প্রায় ১০ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ক্ষতি সাধিত হয়েছে। অভিযোগ করেন দূর্বৃত্তরা শত্রুতার ধরে এই মৎস্য হেচারীতে বিষ ঢেলে মাছের ক্ষতি সাধিত করেছে। তবে এ ক্ষয়-ক্ষতির ব্যাপারে মাছ মালিকের পক্ষ থেকে কোন প্রকার মামলা বা কাউকে অভিযুক্ত করা হয়নি।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.