বিলাইছড়িতে প্রশিক্ষণ কর্মশালা ও ফলদ বৃক্ষের চারা বিতরণ

Published: 14 Jul 2016   Thursday   

বৃহস্পতিবার বিলাইছড়িতে আধুনিক কলাকৌশল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

 

জেল কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া। বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ বিভাগের উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদার, ৩ নং ফারুয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজলা সিএইচটি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি শান্তি বিজয় চাকমা উপস্থিত ছিলেন। কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ কর্মশালা শেষে তাদের মাঝে ফলদ চারা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় এখনও অনেক পতিত জমি রয়েছে। সেখানে সঠিক ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে ফল ও ফলদ বৃক্ষের বাগান স্থাপন করে পতিত জমি চাষের আওতায় আনার সুযোগ রয়েছে। এতে ফল উৎপাদন বৃদ্ধি পাবে যা এ জেলার বসবাসরত মানুষের দারিদ্র্য বিমোচনে বিরাট অবদান রাখবে।

 

বক্তারা  আরো বলেন, জাতীয় অর্থনীতিতে তথা দারিদ্র্য বিমোচনে ফল ও ফলদ বৃক্ষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ফল চাষ করলে আমাদের দেশ হবে উন্নত। কাজেই স্বল্প পরিসরে ফল চাষ করে দারিদ্র্য বিমোচন সম্ভব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত