বান্দরবানে ইউপি চেয়ারম্যান-সচিবের দন্দ্বের জেরে সচিবের কক্ষে তালা

Published: 14 Jul 2016   Thursday   

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের মধ্যে দন্দ্বের জের ধরে সচিবের কক্ষে তালা  ঝুলিয়ে দিয়েছেন চেয়ারম্যান। গেল বুধবার সকালে ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয়রা জানান, অফিসের বিভিন্ন বিষয় নিয়ে ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো- এর সাথে সচিব মিলন চক্রর্বতীর প্রায় এক বছর ধরে দন্দ্ব চলে আসছিল। এ দন্দ্বের জের ধরে সকালে হঠাৎ করে চেয়ারম্যান রাংলাই ম্রো সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।  আকস্মিক  সচিবের অফিস বন্ধ হয়ে যাওয়ার ফলে দূর-দূরান্ত থেকে সেবার জন্য আসা জনসাধারণ দারুন ভোগান্তিতে শিকার হন। অফিসের এক কর্মচারী জানান,  গেল বুধবার রাত থেকে ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো তাকে ডেকে সচিবের কক্ষে তালা মেরে বন্ধ করে দিতে নির্দেশ দিলে তিনি তালা ঝুলিয়ে দেন।

 

ইউপি সচিব মিলন চক্রবর্তী জানায় ,সকালে অন্যান্য দিনের মত কার্যালয়ে এসে লোক মুখে জানতে পেরেছেন তাকে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউপি কার্যালয়ে বদলি করা হয়েছে। কিন্তু বদলির ব্যাপারে তিনি অবগত নয় এবং এ সংক্রান্ত কোন অফিস আদেশ পাননি। কিন্তু বদলির কোন আদেশ না পাওয়ার আগেই ছাড়পত্র দিয়ে কার্যালয় বন্ধ করে তাকে অফিসে প্রবেশে বাধাঁ সৃষ্টি করেছেন চেয়ারম্যান ।

 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো জানান, প্রশাসনের নির্দেশেই তিনি সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত