বিলাইছড়িতে টংগ্যার উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের ১৫ দিনের বুনিয়াদী প্রশিক্ষন শুরু

Published: 15 Jul 2014   Tuesday   
অনুষ্ঠানে অতিথিরা।

অনুষ্ঠানে অতিথিরা।

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় প্রাথমিক শিক্ষকদের মান উন্নয়নের লক্ষ্য মঙ্গলবার থেকে ১৫ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যার ইন্ট্রিগ্রেটেড সাপোর্ট টু প্রমোট প্রাইমারী এডুকেশন ইন রিমোট এরিয়া অব রাঙামাটি হিল ট্র্যাকস ( আইএসপিপিইআরএইচটি)-এর প্রকল্পের আওতায় বুনিয়াদী প্রশিক্ষনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। প্রজেক্ট কো-অর্ডিনেটর মানবাশীষ চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম।

 

টংগ্যা পরিচালিত বিলাইছড়ি উপজেলার ১০টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০জন শিক্ষক বুনিয়াদী প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নিজের এলাকার সন্তান হিসেবে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত