কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্ধোধন

Published: 12 Jul 2016   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

 

কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঘাটে কার্পজাতীয় মাছের পোনা মঙ্গলবার অবমুক্তকরণের উদ্ধোধন করেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার। এসময় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের(বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মইনূল ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা,বিএফডিসির রাঙামাটির উপ ব্যবস্থাপক মো: মাসুদুল আলম প্রমুখ।  এসময় সাংসদ উষাতন তালুকদার কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের ৫ মে:টন পোনা  অবমুক্ত করেন।

 

বিএফডিসি সূত্রে জানা যায়, চলতি বছরে কাতলা, রুই ও মৃগেল মাছের ২৫ মেট্রিক টন অবুক্তকরণের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ১১ মে:টন,৮৫০ কেজি কাতলা, রুই ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত