রাঙামাটিতে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রার উৎসব পালন

Published: 06 Jul 2016   Wednesday   

সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বুধবার রাঙামাটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও রথ যাত্রার আয়োজন করা হয়েছে।


বুধবার বিকালে শহরের হ্যাপী মোড় এলাকায় রথযাত্রা উৎসবের উদ্ধোধন করেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। এসময় পূজা উদযাপন পরিষদ রাঙামাটি কমিটির সাধারন সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্য, বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি কানুদাশসহ বিভিন্ন মঠ মন্দিরের পুরোহিত ও সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।

 

উদ্ধোধনের পর শহরের হ্যাপী মোড় এলাকাস্থ জগদ্বাত্রী মন্দির থেকে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী রথ টেনে তবলছড়িস্থ কালিমন্দির এলাকায় নেওয়া হয়। আগামী ১৪ জুলাই উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। এ রথ যাত্রায় সনাতন ধর্মালম্বীর নারী-পুরুষ অংশ নেন।


এর আগে এ উৎসব উপলক্ষে জগদ্বাত্রী মন্দিরে হরিনাম সংকীর্তন, আলোচনা সভা, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, পদাবলী কীর্তন,সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত