ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত:বান্দরবান-রাঙমাটির সড়ক যোগাযোগ বন্ধ

Published: 06 Jul 2016   Wednesday   

কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান শহরের কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বালাঘাটায় পুলুপাড়া বেইলি ব্রিজ তলিয়ে যাওয়ায় বান্দরবান-রাঙমাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

 

জানা যায়. গেল কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বর্ষণে বান্দরবান পৌর এলাকার আর্মী পাড়া, শেরে বাংলা নগর, ইসলামপুর, মেম্বারপাড়া, বালাঘাটা,কালাঘাটাসহ আশপাশের এলাকাগুলোতে নিম্নাঞ্চল প্লবিত হয়ে কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। বন্যাদুর্গত কয়েক শতাধিক মানুষ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। ভারি  বর্ষনে বান্দরবানের সাঙ্গ ও মাতামুহরী নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এদিকে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। শহরের ইসলামপুর, লাঙ্গিপাড়া, হাফেজ ঘোনা, কালাঘাটা, বনরুপা, ক্যাচিং ঘাটাসহ বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক পরিবার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। জেলা শাসন ও পৌরসভার পক্ষ থেকে পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

 

পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী জানান, পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। প্লাবিত নিম্নাঞ্চলের মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  আশ্রয় নিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত