সোমবার বিলাইছড়িতে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
বিলাইছড়ির কেংড়াছড়ি বাজারের উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া,জেলা পরিষদ প্রাক্তন সদস্য অভিলাষ তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তংচঙ্গ্যা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুকুমার চক্রবত্তী, অংসাখোয়াই কার্বারী, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম, যুগ্ন সম্পাদক চাথোয়াই মার্মা, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ঈদ বস্ত্র বিতরণকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, পার্বত্য জেলা পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ’সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন এবং দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে নিরলস অবদান রেখে চলছে। দরিদ্র এসব মানুষদের কল্যাণ ও তাদের মুখে হাঁসি ফোটানোই এ প্রতিষ্ঠানটির একমাত্র উদ্দেশ্য। সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ, পূজাসহ সকল তাৎপর্যপূর্ণ দিনে এ ধরণের সহযোগিতাপূর্ন ও অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.