জুরাছড়িতে ভিজিএফ চাউল ও শাড়ী-লুঙ্গি বিতরণ

Published: 03 Jul 2016   Sunday   

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ঈদ উল-ফিতর উপলক্ষে দুস্থ্যদের ভিজিএফ চাউল ও লঙ্গি ও শাড়ী বিতরণী করা হয়েছে।

 

রোববার দুর্যোগ ব্যবস্থাপনার অধিনে ভিজিএফ কর্মসূচীর আওয়াতায় জুরাছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাউল ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উপজেলা বিশ্রামাঘারে মুসল্লিদের মাঝে লঙ্গি-শাড়ী পৃথক পৃথক ভাবে এসব বিতরণী করা হয়।

 

ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে ভিজিএফ চাউল বিতরণী সভায় জুরাছড়ি ইউপি সচিব অনিল কুমার চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। বিশেষ অতিথি ছিলেন নব নির্বাচীত ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, ইন্সেক্টের মোঃ মরশেদুল আলম উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ অতিথি রাঙামাটি আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বন বিহারী চাকমা, সিনিয়র সভাপতি চারু বিকাশ চাকমা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কল্পিতা চাকমা দুনীতি প্রতিরোধ কমিতি সাধারণ সম্পাদক তপন কান্তি দে, যুব লীগের নবীন নেতা রন্টু চাকমা উপস্থিত ছিলেন।  পরে ঈদ উল-ফিতর উপলক্ষে ৩শ দুস্থ্যদের মাঝে ২০ কেজি হারে চাউল বিতরণ করা হয়।

 

প্রধান অতিথি বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা  বলেন, দেশের শান্তি ও উন্নয়নের ধারা এগিয়ে যাচ্ছে। আওয়ামী ীগ সরকার গ্রামীণ পর্যায়ে পৌসেছে দিয়েছে উন্নয়নের জুয়ার। এ উন্নয়নকে বাধাঁগ্রস্থ্য করতে উগ্রপস্থ্যি জঙ্গি গোষ্ঠী দেশে আইন শৃংখলা ব্যাঘাট সৃষ্টি করছে। এ উগ্রপস্থ্যি জঙ্গি গোষ্ঠীদের প্রতিরোধে সকলকে একযোগ কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত