বিলাইছড়িতে মা ও শিশু’র স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Published: 28 Jun 2016   Tuesday   

শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক কর্মসূচির আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে মঙ্গলবার বিলাইছড়িতে  দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে বিলাইছড়ি উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকরামুলইসলামের সভাপতিত্বে মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব বিষয়ে বক্তব্য দেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চাইগ্যা উ মার্মা।

 

জন্ম নিবন্ধন,পরিবেশ ও স্যানিটেশন নিয়ে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. রফিকুলইসলামএবং যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধের  উপর বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকরামুল ইসলাম। এছাড়া কর্মশালা মূল্যায়ন ও মতামত প্রদানকরে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা,আ.লীগ নেতা শেখ মো.শাহীদুল ইসলাম ও হেডম্যান শান্তি বিজয় চাকমা প্রমুখ।

 

কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক,হেডম্যান,কার্বারী ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ ২৫জন অংশ গ্রহণ করেন।

 

বিভিন্ন জন গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ আরনারী শিক্ষার প্রসার ঘটিয়ে সমাজ ও দেশের কল্যাণে বাল্য বিবাহ প্রতিরোধ করে যৌতুককে সামাজিকভাবে বয়কটসহ নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে সচেতন হবার আহবান জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত