বুধবার রাঙামাটিতে দরিদ্র ও হত দরিদ্রদের বিনামূল্যে স্বাস্থসেবা ও ঔষধ প্রদানের লক্ষ্যে সপ্তাহব্যাপী স্বাস্থসেবা ও ফ্রি ঔষধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এফডিএসআর পরিচালিত তবলছড়ি বাজারস্থ সূর্যের হাসি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্য সেবা ও ফ্রি ঔষধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী । সূর্যের হাসি কমিউনিটি সাপোর্ট গ্র“পের সভাপতি অরুণ বিকাশ শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবী নাইমা কামাল, ইকবাল করিম, সাবেক পৌর কাউন্সিলর রোকসানা আকতার ও ডা: উদয় শংকর দেওয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফডিএসআর-এর প্রজেক্ট ম্যানেজার অসীম কুমার দত্ত। সূর্যের হাসি কমিউনিটি সাপোর্ট গ্র“পের সদস্য ছাড়াও সরকারী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: ওমর ফারুক।
আলোচনাসভা শেষে প্রধান অতিথি দরিদ্র ও হত দরিদ্রদের মধ্যে ফ্রি ঔষধ বিতরণ করেন এবং সূর্যের হাসি ক্লিনিকের বিভিন্ন রুমে গিয়ে স্বাস্থ্য সেবার কার্যক্রম পরির্দশন করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেন, জনসাধারনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারীভাবে উদ্যোগ নিয়ে এগিয়ে আসলে সাধারন জনগন অনেক উপকৃত হবে।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনো গরীব ও অসহায় মানুষের সংখ্যা কম নয়। এসব অসহায় মানুষের সাহাযার্থে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙামাটি প্রত্যন্ত অঞ্চলে সূর্যের হাসি ক্লিনিকের এ কার্যক্রম ছড়িয়ে দেয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে আহবান জানান। ভবিষ্যতে রাঙামাটি পৌরবাসীর স্বাস্থ্যসেবায় যেসব মেডিকেল ক্যাম্প হবে সেখানে সূর্যের হাসি ক্লিনিকের কর্তৃপক্ষকে পাশে থাকার আহবান জানান তিনি।
তিনি সূর্যের হাসি ক্লিনিকের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এই ক্লিনিকে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা বৃদ্ধির প্রস্থাব করে বলেন,রাঙামাটিবাসীর স্বাস্থ্যসেবার অংশ হিসেবে খুব শীঘ্রই রাঙামাটি পৌরসভার উদ্যোগে অ্যাম্বুলেন্সের সেবার ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.