কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে স্থগিতাদেশ প্রত্যাহার

Published: 21 Jun 2016   Tuesday   

 অবশেষে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানে আর কোন আইনী বাঁধা রইল না। নির্বাচন সংক্রান্ত হাইকোটের্র স্থগিতাদেশ সুপ্রীম কোর্ট কর্তৃক স্থগিত করায় নির্বাচন অনুষ্ঠানে সকল বাঁধা দুর হল।

 

দেশব্যাপী সদ্য সমাপ্ত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ষ্ঠ ধাপে কাপ্তাই উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের সাথে চন্দ্রঘোনা ইউপি নির্বাচন হওয়ার তারিখ নির্ধারিত ছিল গেল ৪ জুন। যথা নিয়মে প্রার্থীতা বাছাই ও প্রত্যাহার করার পরদিন থেকে নির্বাচন স্থগিতের ঘোষনা দেয় উপজেলা নির্বাচন অফিস।

 

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন ও রাঙ্গুনিয়া উপজেলাধীন হোসনাবাদ ইউনিয়নের মধ্যে সীমানা বিরোধকে কেন্দ্র করে বীরসিং চাকমা কর্তৃক হাইকোর্টে রীট পিটিশন নং ৫৫৪৬/১৬ দাখিল করায় হাইকোর্টের একটি বেঞ্চ গেল ১০ মে নির্বাচন স্থগিত করে দেয়।

 

স্থগিত আদেশের বিরুদ্ধে মোঃ কামরুল হাসান ইলিয়াছ বাদী হয়ে সুপ্রীম কোর্টে আপীল নং ১৭৫৩/১৬ দায়ের করেন। গেল ৩০ মে প্রধান বিচারপ্রতির সমন্বয়ে ৪ জন বিচারপতির বেঞ্চ এ বিষয়ে শুনানী করে পুর্বের হাইকোর্টের আদেশ স্থগিত করেন। বেঞ্চের বিচারপতিগন হলেন, এসকে সিনহা, এসএম হোসাইন, হাসান ফয়েজ সিদ্দিক, এমএইচ হায়দার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত