১৫ বছর পর লামা পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত

Published: 20 Jun 2016   Monday   

বান্দরবানের লামা পৌরসভাকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গত ১৯জুন ২০১৬ইং ৪৬.০০.০০০০. ০৬৪.৩১.১৭৬.১৬/৬৪৯/১(৬) নং স্মারক মূলে সহকারী সচিব এ,কে,এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম।

 

 উল্লেখ্য, ২০০১ সালের ১৭ মে লামাকে পৌরসভা ঘোষনা করা হয়েছিল। 

 

লামা পৌরসভার অফিস সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত লামা পৌরসভা নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ঘোষণা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করলে লামা পৌরসভাকে ‘গ’ শ্রেণী থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীত করা হবে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জয়লাভ করায় ৬মাসের মাথায় লামা পৌরসভাকে এক ধাপ উন্নীত করে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হল।


এ ব্যাপারে লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম বলেন, লামা পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার পিছনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র বিশেষ অবদান রয়েছে। তার জন্য লামা পৌরবাসির পক্ষ থেকে পার্বত্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত