চট্টগ্রামে তিন দিন ব্যাপী তৃণমূলের তথ্য জানালা শীর্ষক প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মশালা শুরু

Published: 18 Jun 2016   Saturday   

শনিবার থেকে তিন দিন ব্যাপী চট্টগ্রাম-সিলেট বিভাগের উদ্যোক্তা ও সাংবাদিকদের নিয়ে তৃণমূলের তথ্য জানালা শীর্ষক প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রামে শুরু হয়েছে।

 

চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলানায়তনে অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার। অনুষ্ঠানে বিশেষ চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অধ্যাপক রূপেশ চন্দ্র চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কমিউনিকেশন স্পেশালিস্ট অজিত কুমার সরকার, ইউএনবির প্রধান বার্তা সম্পাদক মাহফুজুর রহমান,এটুআই প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ মাজেদুল ইসলাম ও তথ্য বার্তা সংস্থার(টিএসবি) নির্বাহী সম্পাদক ড.অলিউর রহমান প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার বলেন,ইউনিয়ন ডিজিটেল সেন্টারের উদ্যোক্তাদের সাংবাদিক নয়, সরকার তথ্য কর্মী হিসেবে ইনফোলিডার তৈরী করছে। তারা তৃণমূলের সাধারণ মানুষের সাফল্য ও সমস্যা প্রকাশে কাজ করবে।

 

তিনি আরো বলেন, বাংলাদেশের ইউনিয়ন ডিজিটেল সেন্টরের ১০ হাজার উদ্যোক্তাকে ইনফোলিডার তৈরী করা হবে।

 

তথ্য বার্তা সংস্থার নির্বাহী সম্পাদক ড.অলিউর রহমান স্বাগত বক্তব্যে বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রতিটি জেলা থেকে ২ জন করে মোট ৩২ জনকে মাষ্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব মাষ্টার ট্রেনার পরবর্তীতে ইউনিয়ন ডিজিটেল সেন্টারের উদ্যোক্তাদের প্রতিবেদন, ফিচার লেখন, আউটসোসিং ও ই-কমার্স পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত