রাঙামাটিতে কাপ্তাই হ্রদের সাড়ে ৪ হাজার জেলে পরিবারকে ভিজিএফ চাল বিতরণ

Published: 18 Jun 2016   Saturday   

শনিবার রাঙামাটির কাপ্তাই হ্রদের সাড়ে ৪ হাজার জেলে পরিবারকে ৪০ কেজি করে দুই মাসের জন্য ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।

 

শহরের আনন্দ বিহার এলাকায় জেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে রাঙামাটি জেলা প্রশাসক সামশুল আরেফিন জেলেদের মাঝে চাল বিতরণ করেন। এসময় জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, মাছের প্রাকৃতিক প্রজননের জন্য কাপ্তাই হ্রদের মাছ আহরণ তিন মাসের জন্য বন্ধ রয়েছে। হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে জেলেরা যাতে খাদ্য সংকটে না পড়ে সে জন্য দুযোর্গ ও ত্রান মন্ত্রনালয় রাঙামাটির কাপ্তাই হ্রদের মাছ আহরণকারী জেলে পরিবারের জন্য ভিজিএফের চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত