শনিবার বরকল উপজেলায় তুলা চাষীদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলার কর্মচারী ক্লাবে তুলা উন্নয়ন বোর্ড বরকল ইউনিটের উদ্যোগে প্রশিক্ষনে তুলা উন্নয়ন বোর্ড রাঙামাটি জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা পরেশ চন্দ্র চাকমা ও তুলা উন্নয়ন বোর্ড বরকল ইউনিটের ইউনিট কর্মকর্তা মোঃ মকবুল হোসেন প্রশিক্ষণ প্রদান করেন। দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৩০জন চাষী অংশ গ্রহন করেন।
তুলা উন্নয়ন বোর্ডের বরকল ইউনিটের কর্মকর্তা মোঃ মকবুল হোসেন জানান-,উপজেলায় পাহাড়ী তুলার চাষী ৪শ ৯০জন। আর সমতল তুলার চাষী রয়েছেন ৯০জন। চাষীরা গত বছর ৮শ ৫০ হেক্টর জমিতে পাহাড়ী তুলা চাষ করে প্রতি হেক্টরে ২শ ২০ কেজি করে ১লক্ষ ৮৭ হাজার কেজি তুলা উৎপাদন করেছেন। ২২ হেক্টর জমিতে সমতল তুলা চাষ করে লক্ষ্য মাত্রা অর্জিত না হলেও প্রতি হেক্টরে ৩শ ৬০ কেজি করে ৭হাজার ৯শ ২০ কেজি তুলা উৎপাদন হয়েছে। চলতি বছর পাহাড়ী তুলার পাশাপাশি সমতল তুলার উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.