থানচিতে ম্যালেরিয়ায় দুই শিশুর মৃত্যু

Published: 14 Jun 2016   Tuesday   

বান্দরবানের থানচি উপজেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যূ হয়েছে বলে খবর পাওয়া  গেছে।  ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। এর মধ্যে শিশুর সংখ্যাই বেশী বলে জানা গেছে।

 

থানচি রেমাক্রি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুশৈথোয়াই মার্মা ও সাবেক ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা জানান, গত মে মাস থেকে ম্যালেরিয়ার দেখা দিয়েছে দুর্গম তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে। মে মাসের দিকে হালকা বৃষ্টি হওয়ায় মশার প্রকোপ বাড়তে থাকে। দুর্গম এলাকা হওয়ায় সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত দুর্গম এলাকার মানুষ।

 

ম্যালেরিয়ার চিকিৎসার অভাব ও অজ্ঞতার কারণে কবিরাজি চিকিৎসা নিতে গিয়ে প্রাণ হারাচ্ছে শিশুরা। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার গ্রুপিং পাড়ার মংপুশৈ মার্মা (৮) ও ছোট মদক এলাকার অংথুই মারমা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মশার প্রকোপ বেড়ে যাওয়ায় ম্যালেরিয়া রোগীর সংখ্যাও বেড়ে গেছে। দুই ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক ম্যালেরিয়া রোগী রয়েছে। তারমধ্যে অধিক সংখ্যক শিশু বলে তারা জানিয়েছেন।

 

বান্দরবান সিভিল সার্জন ডাঃ উদয় শংকর চাকমা জানান, বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় এ সময়ে ম্যালেরিয়া রোগের প্রক্ষোভ দেখা দেয়। থানচিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুর খবর তিনি পাননি বলে জানিয়েছেন। তিনি বলেন, জ্বর বা ম্যালেরিয়া হয়েছে জানার পর সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে মৃত্যু হওয়ার কথা নয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত