রাঙামাটিতে বিশাখা চাকমার হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

Published: 17 Sep 2014   Wednesday   

শহরে পর্যটন এলাকায় নিহত গৃহবধূ বিশাখা চাকমার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে  বুধবার রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্লাষ্ট, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন, সচেতন নাগরিক কমিটিসহ কয়েকটি মানবাধিকার সংগঠনের উদোগে জেলা প্রশাকের কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্ম সূচি পালিত হয়।  মানববন্ধন চলাকালে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন ব্লাষ্টের রাঙামাটির প্রধান সমন্বয়কারী এ্যাড. জুয়েলদেওয়ান, নারী নেত্রী টুকু তালুকদার, এনজিও কর্মী ললিত সি চাকমা, বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তংচংগ্যা, মানবধিকাকর্মী নাইপ্র“ মারমা নেলী, সচেতন নাগকি কমিটির ইয়েস কমিটির সভাপতি সুনেন্টু চাকমা, বোধিসত্ব চাকমা প্রমূখ। সমাবেবেশে বক্তারা বিগত সময়ে এই ধরণের অনেক ঘটনা ঘটলেও তার সুষ্ঠ বিচার না হওয়ায় দিন দিন এসব ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনারোধে প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার দাবী জানান। উল্লেখ্য ১৯ আগষ্ট শহরের পর্যটন এলাকায় দেওয়ান পাড়া এলাকায় কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় বিপণন কর্মী বিশাখা চাকমার লাশ পুলিশ উদ্ধার করে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত