রাঙামাটির বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পূনঃ নির্বাচনের দাবীতে মঙ্গলবার থেকে বরকল উপজেলায় অনির্দিষ্টকালের জন্য নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ৪ জুন অনুষ্ঠিত যষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলিগ সমর্থিত প্রার্থী মামুনুর রশিদ মামুনের ক্যাডার বাহিনী জোর পূর্বক ভোট কেন্দ্র দখল করে জাল ভোট প্রদান,প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও ভোটারদের মারধর করে আহত করে বলে অভিযোগ। এরই প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও স্থানীয় লোকজন অনির্দিষ্টকালের জন্য এ নৌপথ অবরোধ ডাকা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও স্থানীয় লোকজনের অনির্দিষ্টকালের জন্য ডাকা নৌপথ অবরোধের প্রথম দিন মঙ্গলবার বরকল উপজেলায় শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। অবরোধ চলাকালে যাত্রীবাহী লঞ্চ, দেশীয় ইঞ্জিন চালিত নৌকাসহ সকল ধরনের বাহন চলাচল বন্ধ ছিল। এতে সাধারণ যাত্রীদের দূর্ভোগে পড়তে হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.