রাঙামাটির নানিয়ারচর উপজেলা ঘিলাছড়ি ইউনিয়নের রামহরি পাড়ার মৌমাছি পালনের জন্য ২৭জন চাষীকে প্রয়োজনীয় উপকরণ বিতরন করা হয়েছে। স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক পরিচালত ও “মানুষের জন্য ফাউন্ডেশন’ এর সহযোগিতায় “আপগ্রেডিং সাসটেইনবল হাউসহোল্ড’স এ্যাফোর্ডিবিলিটি-উষা প্রকল্পের আওতায় এ উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমা। বিশেষ অতিথি ছিলেন আশিকার প্রকল্প পরিচালক কক্সি তালুকদার, ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য লতিফ চাকমা। অনুষ্ঠান উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী সুশীল বিকাশ চাকমা। অনুষ্ঠান চাষীদের মৌমাছি পালনরে বক্স ১টি, হ্যান্ড গ্লাভস ১ জোড়া, কুইন গেট ১ জোড়া, বী-বেইল( মৌমাছি ধরার নেট) ১টি, মুখোশ ১টি এবং প্রতি ৫ (পাঁচ) জন চাষীর জন্য ১টি করে মধু নিস্কাসন যন্ত্র বিতরন করা হয়। পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমা বলেন, মধুচাষে যেমনি পরিবারের আয় বাড়বে ঔষধি হিসেবেও ব্যবহার করা যাবে। তিনি মৌমাছি চাষে সফল করতে পারবেন তাকে পুরস্কৃত করার ঘোষনা দেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.