পাখিদের নিরাপদ বংশবৃদ্ধি ও নির্বিঘ্নে বিচরনের লক্ষ্যে কাপ্তাইয়ের ওয়াগ্গা বিজিবি জোন কর্তৃপক্ষের ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে জুম রেস্তোরায় গাছের মগডালে ( আগায়) পাখিদের জন্য আধুনিক একটি দোতালা ”টুনির বাড়ী” তৈরি করা হয়েছে। এ বাড়ীতে প্রবেশের দরজা এবং পাখিদের বসবাসের উপযোগী করে করা হয়েছে।
ওয়াগ্গা বিজিবি জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল উদ্দিন পাঠান জানান, এ টুনির বাড়ীতে আপাতত এক সাথে চার জোড়া পাখি এ বাড়ীতে নির্বিঘ্নে ডিম দেওয়া ও বাচ্ছা ফুটানোর কাজ করতে পারবে। ভবিষ্যতে আরো অধিক পাখি বসবাসের জন্য এ ধরনের একাধিক বাড়ী নির্মানের পরিকল্পনা রয়েছে। বাড়ীটি বানানোর পর থেকে বিভিন্ন জাতের পাখিদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত শতাধিক বিভিন্ন জাতের পাখি নির্বিঘ্নে ডিম পাড়া থেকে শুরু করে বাচ্ছা ফুটিয়েছে। পাখিদের জন্য এ ধরনের আধুনিক বাড়ী সম্ভবত পার্বত্য এলাকায় এটাই প্রথম।
এদিকে পরিবেশবাদীদের মতে, অবাধে বনাঞ্চল উজাড় হওয়ায় পার্বত্য এলাকায় অগের মত গাছপালা নেই। এতে বিভিন্ন পক্ষীকুল যেখানে সেখানে গাছের ডালে বাসা বাঁধতে পারছে না। আবার বাড়ী ঘরের আঙ্গিনায় গাছ গাছালিতে পাখিরা বাসা বাঁধলেও দুরন্ত কিশোরসহ এক শ্রেণীর মানুষের অত্যাচার ও নানা কারনে সে সব পাখির বাসা ঠিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না।
ফলে এলাকার বিভিন্ন প্রজাতির পাখিদের নিরাপদে বংশ বিস্তার করতে পারছে না। যে কারনে পার্বত্য এলাকা থেকে নানা জাতের পক্ষীকুল হ্রাস পাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.