রাঙামাটিতে ইউপি নির্বাচনে ৪৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হলেন

Published: 04 Jun 2016   Saturday   

যষ্ঠ ধাপে অনুষ্ঠতি ইউপি নির্বাচনে রাঙামাটির ১০ উপজেলার ৪৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সমর্থিত ১৩ জন, পাবত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) সমর্থিত ২৩জন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর সমর্থিত ৯জন, নির্দলীয়(স্বতন্ত্র)থেকে ২জন এবং বিএনপি সমর্থিত ১ জন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। 

 

৪৮টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন- রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে বরুণ কান্তি চাকমা (জেএসএস), বালুখালী ইউনিয়নে বিজয় গিরি চাকমা (জেএসএস), জীবতলী ইউনিয়নে সুদত্ত বিকাশ কার্বারী (জেএসএস), মগবান ইউনিয়নে বিশ্বজিৎ চাকমা (জেএসএস), কুতুকছড়ি ইউনিয়নে কানন চাকমা (ইউপিডিএফ) এবং সাপছড়ি ইউনিয়নে মৃণাল কান্তি চাকমা (জেএসএস)।


বরকল উপজেলায় বড় হরিণা ইউনিয়নে লীলাময় চাকমা (জেএসএস), ভুষণছড়া ইউনিয়নে মামুনুর রশীদ মামুন (আ’লীগ), আইমাছড়া ইউনিয়নে অমর কুমার চাকমা (জেএসএস), বরকল সদর ইউনিয়নে কমলেন্দু বিকাশ চাকমা (জেএসএস) এবং শুভলং ইউনিয়নে তরুণ জ্যোতি চাকমা (জেএসএস)।


নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নে সুশীল জীবন চাকমা (ইউপিডিএফ), নানিয়ারচর সদর ইউনিয়নে জ্যোতিলাল চাকমা (ইউপিডিএফ), বুড়িঘাট ইউনিয়নে প্রমোদ খীসা (ইউপিডিএফ) এবং ঘিলাছড়ি ইউনিয়নে অমরকান্তি চাকমা (ইউপিডিএফ)।


বাঘাইছড়ি উপজেলায় আমতলী ইউনিয়নে মো. রাসেল আহমেদ (আ’লীগ), রূপকারী ইউনিয়নে শ্যামল কান্তি চাকমা (আ’লীগ), মারিশ্যা ইউনিয়নে মানবজ্যোতি চাকমা (জেএসএস), সাজেক ইউনিয়নে ন্যানসন চাকমা (ইউপিডিএফ), খেদারমারা ইউনিয়নে সন্তোষ কুমার চাকমা (জেএসএস), সারোয়াতলী ইউনিয়নে তুষার কান্তি চাকমা (জেএসএস), বঙ্গলতলী ইউনিয়নে জ্ঞানজ্যোতি চাকমা (ইউপিডিএফ) এবং বাঘাইছড়ি সদর ইউনিয়নে সুনীল বিহারী চাকমা (জেএসএস)।


কাউখালী উপজেলায় ফটিকছড়ি ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিথ প্রার্থী ধন কুমার চাকমা (বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত), বেতবুনিয়া ইউনিয়নে খ্যউই সাবাই তালুকদার (আ’লীগ), ঘাগড়া ইউনিয়নে জগদীশ চাকমা (ইউপিডিএফ) এবং কলমপতি ইউনিয়নে ক্যজাই মারমা(আওয়ামীলীগ)।


কাপ্তাই উপজেলায় চিৎমরম ইউনিয়নে ক্যইসা অং মারমা (জেএসএস), কাপ্তাই সদর ইউনিয়নে প্রকৌশলী আবদুল লতিফ (আ’লীগ), ওয়াগ্গা ইউনিয়নে চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা (আ’লীগ) এবং রাইখালী ইউনিয়নে সায়া মং মারমা(জেএসএস)।


জুরাছড়ি উপজেলায় বনযোগীছড়া ইউনিয়নে সন্তোষ বিকাশ চাকমা (জেএসএস), সদর ইউনিয়নে ক্যানন চাকমা (জেএসএস), দুমদুম্যা ইউনিয়নে শান্তি রাজ চাকমা (জেএসএস) এবং মৈদং ইউনিয়নে সাধনানন্দ চাকমা (জেএসএস)।


বিলাইছড়ি উপজেলায় বিলাইছড়ি সদর ইউনিয়নে সুনীল কান্তি দেওয়ান (জেএসএস), কেংরাছড়ি ইউনিয়নে অমরজীব চাকমা (জেএসএস) এবং ফারুয়া ইউনিয়নে বিদ্যালাল তঞ্চঙ্গ্যা (আ’লীগ)।

 

লংগদু উপজেলার সদর ইউনিয়নে কুলিন মিত্র চাকমা আদু (স্বতন্ত্র), আটারকছড়া ইউনিয়নে মঙ্গল কান্তি চাকমা (স্বতন্ত্র), মাইনীমুখ ইউনিয়নে আবদুল বারেক সরকার (আ’লীগ), গুলশাখালী ইউনিয়নে আবু নাসের (বিএনপি), বগাচতর ইউনিয়নে আবদুর রশীদ (আ’লীগ), ভাসান্যাদম ইউনিয়নে হজরত আলী (আ’লীগ) এবং কালাপাকুজ্যা ইউনিয়নে মোস্তফা মিয়া (আ’লীগ)।


রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা (জেএসএস), গাইন্দ্যা ইউনিয়নে উথান মারমা (জেএসএস) এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নে নিউ মং মারমা (আ’লীগ)।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত