শনিবার কাপ্তাইয়ের চার ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে ১৩ জন এবং সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ১২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, কাপ্তাইয়ের চার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, রাইখালী ইউনিয়নে আ’লীগ মনোনীত মংক্য মারমা (নৌকা), জেএসএস মনোনীত স্বতন্ত্র প্রার্থী সায়া মং মারমা (আনারস), বিএনপি মনোনীত জাহাঙ্গীর তালুকদার (ধানের শীষ)। চিৎমরম ইউনিয়নে আ’লীগ মনোনীত থুইচা প্রু মারমা (নৌকা), জেএসএস মনোনীত স্বতন্ত্র প্রার্থী খ্যাইসা অং মারমা (টেবিল ফ্যান), শ্রমিক দল মনোনীত উথোয়াই মং মারমা (ধানের শীষ)। কাপ্তাই ইউনিয়নে আ’লীগ মনোনীত আবদুল লতিফ (নৌকা), বিএনপি মনোনীত মহির উদ্দিন (ধানের শীষ)। ওয়াগ্গা ইউনিয়নে আ’লীগ মনোনীত চিরঞ্জীত তংচংঙ্গ্যা (নৌকা), বিএনপি মনোনীত জাফর আহম্মদ স্বপন (ধানের শীষ), জেএসএস মনোনীত স্বতন্ত্র প্রার্থী সুনিল তংচংঙ্গ্যা (অটোরিক্সা), স্বতন্ত্র প্রার্থী অংহ্লা চিং মারমা (টেলিফোন), বিএনপি বিদ্রোহী আপাই মারমা (আনারস)। এছাড়া ৪ ইউনিয়নে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ১২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চার ইউনিয়নের একাধিক কেন্দ্রকে ঝুকি পূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উপজেলা ইউএনও তারিকুল আলম জানিয়েছেন।
এদিকে,গেল ৩১মে নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে রাইখালী, চিৎমরম ও ওয়াগ্গা ইউনিয়নের নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা একটি আঞ্চলিক দলের সশস্ত্র সমর্থকদের বিরুদ্ধে এলাকার বিভিন্ন স্থানে প্রচার প্রচারণায় বাধা দেওয়া, পোষ্টার লাগাতে না দেওয়া এবং দলীয় এজেন্ট নিয়োগ নিয়োজিত করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন। একই ভাবে জেএসএস সমর্থিত প্রার্থীরা নৌকার চেয়ারম্যান প্রার্থীর সমর্থক কর্তৃক কেন্দ্র দখলের অভিযোগ করেছেন। এ্ অবস্থায় শনিবার কাপ্তাইয়ের চার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.