রাঙামাটিতে জেন্ডার, দুর্নীতি ও সুশাসন : সেবাখাতে অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Published: 30 May 2016   Monday   

সোমবার রাঙামাটিতে পেশাজীবী নারী এবং পুরুষের অংশগ্রহণে জেন্ডার, দুর্নীতি ও সুশাসন : সেবাখাতে অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

সাবারাং রেস্টুরেন্টে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে কর্মশালায় কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান  করেন সচেতন  নাগরিক কমিটি (সনাক) এর জেন্ডার বিষয়ক আহবায়ক এ্যাডভোকেট সুস্মিতা চাকমা। কর্মশালায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কাজী শফিকুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার (প্রশিক্ষণ) নাদিরা সুলতানা এবং প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম মোহাম্মদ রেজাউল করিম। কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন সনাক সভাপতি জনাব চাঁদ রায়।

 

কর্মশালায় জেন্ডার, দুর্নীতি ও সুশাসনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনায় জেন্ডার ও ক্ষমতা কাঠামো, নারী অধিকার, সমাজে নারী - পুরুষের অবস্থান নিয়ে আলোচনা হয়। আলোচনায় বলা হয় পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি বৈষম্য ও  নারীর ক্ষমতায়নে সীমাবদ্ধতার কারনে নারীর অধিকার যথাযথ প্রতিফলিত না হওয়ায় নারীরা সেবা প্রাপ্তির ক্ষেত্রে দুর্নীতি ও হয়রানীর শিকার হয়।

 

কর্মশালায় অংশগ্রহনকারীরা স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সেবা প্রাপ্তির ক্ষেত্রে নারীদের বিভিন্ন সমস্যা এবং অভিজ্ঞতা উপস্থাপন করেন। উপস্থিত সেবাদাতা অংশগ্রহণকারীবৃন্দ সেবা প্রদানের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা উপস্থাপন করেন।

 

অংশগ্রহনকারীরা সেবাখাতে অভিজ্ঞতা  উপস্থাপনের মাধ্যমে নারীর সেবা প্রাপ্তীর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা প্রতিফলিত হয়। কর্মশালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে প্রতিবন্ধকতা সুশাসনের অন্তরায় বিষয়টি গুরুত্বারোপ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত