জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নের নৌকার প্রতীকের নির্বাচনী প্রচারণা সভায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সুবলং খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কমিনিউটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিতি ছিলেন ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। লুলাংছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি চারু বিকাশ চাকমা, যুব লীগের সভাপতি সুমতি দেওয়ান, মহিলা লীগের সভানেত্রী কল্পিতা চাকমা, ছাত্রলীগের সাধারন সম্পাদক ধন বিকাশ চাকমা, সদর ইউনিয়নের নৌকা প্রতীক প্রার্থী মিতা চাকমা, এলাকার কার্ব্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ দুইশতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
সদর ইউনিয়নের নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিতা চাকমা বলেন, আমাদের সমাজে নারীরা এখনো অনেক পিছিয়ে রয়েছে। তাদের শক্তিশালী করনের লক্ষে আমাদের সমাজকে এগিয়ে আসতে হবে। যেহেতু, যে কোন কিছু নারীকে বাদ দিয়ে পরিপূর্ন উন্নয়ন কর্মকান্ড সম্ভব নয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেনন,পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়নের অগ্রদূত একমাত্র আওয়ামী লীগ সরকার। সুতরাং এলাকায় শান্তি ও উন্নয়নেরর লক্ষে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিতা চাকমাকে আগামী ৪জুন ইউপি নির্বাচনে জয় যুক্ত করতে হবে।
তিনি আরো বলেন, বর্তবান সরকার পার্বত্য এলাকায় উন্নয়নে আন্তরিক। কিন্ত যথাযোগ্য প্রতিনিধিত্বের অভাবে এলাকায় উন্নয়ন প্রসার করা সম্ভব হচ্ছে না। নৌকা প্রতীক জুরাছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মিতা চাকমাকে জয় যুক্ত করা সম্ভব হলে এলাকায় উন্নয়নের দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.