আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালীর ইউপি`র সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নেতাকর্মীরা শঙ্কায় রয়েছেন। উপজেলা আওয়ামীলীগের দাবী অস্ত্রধারীদের হামলা, হুমকিসহ ভয় ভীতি দেখানোর কারণে কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থীসহ নেতাকর্মীরা আতংকে দিন কাটাচ্ছেন।
রাইখালী ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংক্য মারমা অভিযোগ করেছেন, অরণ্য বেষ্টিত রাইখালী ইউনিয়নের অনেক জায়গায় নৌকার পক্ষে প্রচারণা পর্যন্ত চালানো যাচ্ছে না। ইতোমধ্যে আঞ্চলিক রাজনৈতিক দলের অস্ত্রধারীরা আওয়ামীলীগের অনেক নেতা কর্মীকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। তিনি রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ন অনুষ্ঠানের লক্ষে অস্থায়ী সেনা ক্যাম্প বসানোর দাবী জানান।
তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ মে নৌকার পক্ষে প্রচারণা চালানোর সময় ভালুক্যা এলাকায় আঞ্চলিক রাজনৈতিক দলের সমর্থিত লোকজন রাইখালী ইউনিয়ন যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিন তনচংগ্যা, রাইখালী ছাত্রলীগের সাংগনিক সম্পাদক সুকান্ত তনচংগ্যা, ছাত্রলীগ নেতা সন্তোষ বড়ুয়া, যুবলীগ নেতা সুকান্ত বড়ুয়াকে বেদম প্রহার করে। এরপর দীর্ঘক্ষণ তাদের আটকে রাখার পর নৌকার পক্ষে কাজ না করার শর্তে ওই দিন রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে গেল ১৯ মে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাইখালী-বান্দারবান এবং রাইখালী-রাজস্থলী সড়ক অবরোধ করেন। অবরোধ শেষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নির্বাচনের আগেই অস্ত্র উদ্ধারসহ সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। তিনি ইউনিয়নের তিনছড়ি ও ভালুক্যা এলাকায় অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের দাবী জানান।
প্রসঙ্গত, গেল ২৩ এপ্রিল কাপ্তাইসহ রাঙামাটি জেলার ৪৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষনা করা হয়েছিল। কিন্তু জেলার ১৯টি ইউনিয়নে অস্ত্র ধারীদের হুমকির মুখে আওয়ামীলীগসহ অন্যান্য দলের কোন প্রার্থী মনোনয়ন দাখিল করতে পারেনি বলে অভিযোগ করা নির্বাচনের কাছে। এতে নির্বাচন কমিশন রাঙামাটি জেলার নির্বাচন স্থগিত করে এবং পরবর্তীতে ৪ জুন রাঙামাটি জেলাধীন ইউনিয়ন পরিষদ গুলোর নির্বাচন অনুষ্ঠানের নতুন তফসিল ঘোষনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.