ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে রাঙামাটিতে জনজীবন বিপর্যস্থ

Published: 21 May 2016   Saturday   

ঘূর্নিঝড় রোয়ানুর প্রভাবে গত দুদিন ধরে রাঙামাটিতে ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।


গত দুদিন ধরে ঘূর্নিঝড় রোয়ানুর প্রভাবে রাঙামাটিতে ভারী বৃষ্টিপাত ও সেই সাথে দমকা হওয়া বয়ে যাওয়ার কারণে শহরের রাস্তাঘাটে লোকজনের চলাচল একেরারে কমে গেছে। জরুরী প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হননি না। তবে ঘূর্নিঝড়ের প্রভাবে ঝড়ো হাওয়ার কারণে এখনো কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


এদিকে, ঘুর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ঠ দুর্যোগ মোকাবেলা করতে স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসন দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় করনীয় নির্ধারনে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ঘুর্ণিঝড় রোয়ানু আঘাত হানতে পারে এমন আশংকায় পূর্ব প্রস্তুতি হিসেবে ত্রাণ সমাগ্রি ও আশ্রয় ব্যবস্থা এবং লোকজনকে নিরাপদ স্থানে অবস্থান নেয়ার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার রাতে মাইকিং করা হয়েছে বলে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত