চন্দ্রঘোনায় ইউপি নির্বাচন স্থগিত

Published: 20 May 2016   Friday   

সীমানা বিরোধকে কেন্দ্র করে হাইকোর্টে দায়েরকৃত এক রীট পিটিশনের কারনে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নে আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

 

এদিকে, স্থগিতের প্রতিবাদে ইউনিয়ন আ’লীগ ও নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার  উপজেলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশের ডাক  দিয়েছে।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, রাঙামাটি জেলাধীন কাপ্তাই উপজেলার অর্ন্তগত ১নং চন্দ্রঘোনা ও চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনীয়া উপজেলার অর্ন্তগত হোসনাবাদ ইউনিয়নের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে একটি রীট পিটিশন নং-৫৫৪৬/১৬ তারিখ ১০/০৫/২০১৬ দায়ের করেন বাদী বীর সিং চাকমা, পিতা গেন্দিয়া চাকমা। রীট পিটিশনের আলোকে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও একে,এম সাইদুল হক এর বেঞ্চ চন্দ্রঘোনা ইউনিয়নে ৩ মাসের জন্য নির্বাচন স্থগিত সহ ৩ সপ্তাহের মধ্যে এর কারণ ব্যাখ্যা করার জন্য নির্দেশ দেন। পিটিশনে বিবাদী করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব, সিইসি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, রাঙামাটি জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম ও রাঙামাটিসহ নির্বাচন সংশ্লিষ্টদের।

 

এদিকে, গেল ১৭ মে রীট পিটিশনের কপি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা ইউএনও’র অফিসে আসলেও নির্বাচনী সকল কার্যক্রম চলতে থাকে।  বৃহস্পতিবার প্রত্যাহারের দিন রাতে ৯ টা পর্যন্ত নির্বাচন স্থগিতের কোন খবর পাওয়া যায়নি। কিন্তু বৃহস্পতিবার রাত ১০ টার পরেই ওই ইউনিয়নে নির্বাচন স্থগিতের সত্যতা পাওয়া যায়।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া জানান, মামলা সংক্রান্ত কারনে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত