ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জেএসএস সমর্থিত সন্ত্রাসী কর্তৃক ৪ ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার কাপ্তাই উপজেলাধীন রাইখালীতে হরতাল ও সড়ক অবরোধ পালিত হয়।
রাইখালী ইউনিয়ন আ’লীগ ও অংগ সংগঠনের উদ্যোগে রাইখালী-বান্দরবান ও রাইখালী-রাজস্থলী সড়ক অবরোধ করা হয়। সাপ্তাহিক হাটবার হলেও অবরোধ চলাকালীন রাইখালী বাজারে কোন পন্য বিকিকিনি হয়নি। ফলে বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
দলীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনা চালানোর সময় ভাল্লুক্যা এলাকায় জেএসএস সমর্থিত কতিপয় সদস্য ইউনিয়ন যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবীন তনচংগ্যা, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুকান্ত তনচংগ্যা, যুবলীগ নেতা সুকান্ত বড়–য়া ও ছাত্রলীগনেতা সন্তোষ বড়ুয়াকে বেদম প্রহার করে। সন্ত্রাসীরা নৌকার পক্ষে কাজ না করার জন্য তাদের হুমকি দিয়ে ছেড়ে দেয়। সন্ত্রাসীদের আটক ও শান্তিপুর্ন নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবীতে বৃহস্পতিবার আ’লীগ ও অংগ সংগঠন হরতাল ও অবরোধের ডাক দেয়।
তাৎক্ষনিক উপজেলা ইউএনও তারিকুল আলম ও চন্দ্রঘোনা থানার ওসি জহুরুল আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আগমী ২১ মে ইসি রাঙামাটি জেলার নির্বাচনী এলাকা পরিদর্শনে আসবেন। তখন বিষয়টি নিয়ে ইসির সাথে কথা বলে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাসের প্রেক্ষিতে বেলা সাড়ে ১১ টায় হরতাল ও অবরোধ প্রত্যাহার করা হয়।
অবরোধ শেষে রাইখালী টেকের মোড়ে এক সংক্ষিপ্ত সভায় উপজেলা আ’লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী বলেন, জেএসএস সন্ত্রসীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার সহ শান্তিপুর্ন নির্বাচনী পরিবেশ সৃষ্টি সংক্রান্ত কোন সিদ্ধান্ত না পেলে আগামী সোমবার থেকে রাইখালীতে লাগাতার অবরোধ কর্মসুচী পালন করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.