এক সময়ে পার্বত্য চট্টগ্রামের তুখোড় ছাত্র নেতা বোধিসত্ব চাকমা আর নেই

Published: 18 May 2016   Wednesday   

এক সময়ে পার্বত্য চট্টগ্রামের তুখোড় ছাত্র নেতা এবং বর্তমানে বাসদের(বাংলাদেশ সমাজতান্ত্রিক দল,মার্কসবাদী) রাঙামাটি জেলার প্রধান সমন্বয়ক বোধিসত্ব চাকমা আর নেই।

 

তিনি বুধবার বিকালে রাঙামাটি শহরের বনরুপাস্থ কাটাপাহাড় লেনের নিজ বাসায় স্ট্রোকজনিত রোগে মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৪৪ বৎসর।

 

তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী, মাবাবা, দুই ভাইসহ অসংখ্য আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রাঙামাটি শহরের বনরুপাস্থ কাটাপাহাড় লেনের নিজ বাসায় বোধিসত্ব চাকমা হঠাৎ অসুস্থ অনুভব করার পর অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরে শোকের ছায়া নেমে এসেছে। তার এই অকাল মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক জানিয়েছেন।  বোধিসত্ব চাকমার মৃত্যর খবর পেয়ে তাকে শেষ বারের মত দেখতে, পরিবারের প্রতি সমবেদনা ও শোক জানাতে বনরুপাস্থ কাটাপাহাড় লেনের বাসায় যান রাঙামাটি পৌর  মেয়র অাকবর হোসেন চৌধুরী। 


পারিবারকি সূত্রে জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের রাজবাড়ী শশ্মানে বোধিসত্ব চাকমার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।  তার  এই শেষ  কৃত্য অনুষ্ঠানে অাত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভকাংখীদের যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত