সুষ্ঠ পরিবেশ সৃষ্টি না হলে রাঙামাটিতে ইউপি নির্বাচন বর্জনের হুমকি আওয়ামীলীগের

Published: 13 May 2016   Friday   

আঞ্চলিক রাজনৈতিক দলের সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম,বেপোয়ারা চাঁদাবাজি, দলীয় প্রার্থীদের ভয়ভীতি, প্রাণনাশের হুমকি ও নিপীড়ন বন্ধসহ সুষ্ঠ পরিবেশ সৃষ্টি না হলে ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত রাঙামাটিতে ইউপি নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ।


শুক্রবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত রাঙামাটি ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের ভয়ভীতি, প্রাণনাশের হুমকি ও নিপীড়ন প্রতিবাদে আয়োজিত সংবাদ সন্মেলনে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ হুমকি দেন।


সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়,রাঙামাটির জেলার ৪৯টি ইউনিয়নের মধ্যে বাঘাইছড়ির বঙ্গলতলী, সার্বোয়াতলী, জুরাছড়ির দুদুম্যা ইউনিয়নে দলীয় নেতাকর্মীরা সশস্ত্র সন্ত্রাসীদের হুমকি ও ভয়ভীতি প্রদানের কারনে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে অনিহা প্রকাশ করছেন।

 

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মূছা মাতব্বর,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমীন, যুগ্ন সম্পাদক কেরল চাকমা, সাবেক সাধারন সম্পাদক হাজী কামাল উদ্দীন, তথ্য ও প্রকাশনা সম্পাদক রফিকুল মাওলা, সংগঠনের বন ও গবেষনা সম্পাদক অভয় প্রকাশ চাকমা, দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, সংগঠনের রাঙামাটি সদর উপজেলা শাখার সভাপতি হৃদয় চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সন্মেলনে নিরাপত্তাহীনতার কারণে রাঙামাটি শহরে অবস্থান নেয়া  দলীয় মনোনয়ন পাওয়া অনেক চেয়ারম্যান প্রার্থীরা ছাড়াও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


সংবাদ সন্মেলনে আরও অভিযোগ করা হয়,৪৯টি ইউপির মধ্যে ৪৬টি ইউপিতে দলীয় মনোনয়ন দেওয়া হলেও সন্ত্রাসীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিতে ২নং বনযোগী ছড়া, কতুকছড়িসহ ৪টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারেননি। বর্তমানে তারা সন্ত্রাসীদের ভয়ভীতি ও প্রাণনাশের কারণে অনেক চেয়ারম্যান প্রার্থী নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে রাঙামাটি শহরে অবস্থান নিতে বাধ্য হচ্ছে। এছাড়া নিরাপত্তাহীনতার কারণে নির্বাচনে দলীয় প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহন ও পোলিং এজেন্ট পর্ষন্ত নিয়োগ দিতে পারছেন না।


সংবাদ সন্মেলনে বলা হয়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধামকির কারণে ১৯টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনয় প্রদান করা সম্ভব হয়নি। গেল ২০ মার্চ অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রধান নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রাঙামাটি জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনঃতফসির ঘোষনা করে। এছাড়া গেল ২৪ মার্চ রাঙামাটিতে সচেতন জনগনের ব্যানারে বিক্ষোভ-সমাবেশ। এতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের চিরুনী অভিযানের দাবী জানানো হয়েছে। কিন্তু এখনো পর্ষন্ত কোন অবৈধ অস্ত্র অভিযানসহ কোন সন্ত্রাসীদের আটক করা হয়নি।


সংবাদ সন্মেলনে এক প্রশ্নের জবাবে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বলেন, দলীয় সভাপতি দীপংকর তালুকদার বর্তমানে রাঙামাটির বাইরে অবস্থান করছেন। অপরদিকে মনোনয়ন প্রত্যাহারের সময় রয়েছে তাই কিছু দিন পরিস্থিতি পর্যালোচনা করে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকা হবে। বৈঠকে জেলা আওয়ামীলীগ নির্বাচন বর্জন করবে কিনা তখন চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।

 

উল্লেখ্য, ৬ষ্ঠ ধাপে আগামী ৪ জুন রাঙামাটি জেলার ৪৯টি ইউপিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সব দলের অংশ গ্রহনসহ অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষে এর আগে তৃতীয় ধাপে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে নির্বাচন কমিশন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত