পানছড়িতে নদী ভাংগন রোধে বিজিবি’র স্বেচ্ছাশ্রম

Published: 11 May 2016   Wednesday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি ইউনিয়নের কলাবাগান-হাসাননগর সড়কের ভাংগন রোধ বিবেকের তাড়নায় কাজ করছে ২০ বিজিবি। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদে অনেকবার আবেদনের পরও কোনো ধরনের সড়কের ভাংগন রোধ না করায় বিবেকের তাড়নায় সড়কের নদী ভাংগন রোধে ব্যবস্থা নিয়েছেন পানছড়ি উপজেলার ২০ বিজিবি।

 

বুধবার সকালের দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রচন্ড রোদের মধ্যে অর্ধ-শতাধিক বিজিবি সৈনিক হাসি-খুঁশিতে কাজ করছেন। তারা জানান এলাকাবাসীর উন্নয়নের জন্য কাজ করছি। এতে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবে।

 

খোকন মিয়া, মোহাম্মদ কবির জানান, ১০দিন ধরে  তারা স্বেচ্ছায় কাজ করছেন। ভাঙ্গন রোধের কাজ শেষ করতে আরো ১৫-২০ দিন সময় লাগতে পারে।

 

হাসান নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পরিমল চাকমা জানান,পানছড়ি কলাবাগান-হাসান নগর সড়কে নদী ভাঙ্গন রোধ করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদে অনেকবার আবেদন করেছেন এলাকাবাসী। কোনো ফল পাননি এলাকাবাসী। অবশেষে তারা ২০ বিজিবি’র কাছে সড়কের ভাঙ্গন রোধের জন্য আবেদন করেন। ২০ বিজিবির অধিনায়নের একান্ত আগ্রহের কারনে বিজিবি সড়কের নদী ভাঙ্গন রোধ ব্যবস্থা নিয়েছে। এ জন্য বিজিবি;র কাছে কৃতজ্ঞ এলাকাবাসী।

 

২০ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল আহসান আজিজ বলেন, বিবেকের তাড়নায় বিজিবি কাজ করছে। এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ আসা-যাওয়া করে। নদী ভাঙ্গনে এ সড়ক বিলীন হয়ে গেলে এলাকাবাসী পানছড়ি উপজেলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এলাকাবাসীর আবেদনে প্রেক্ষিতে এ কাজের উদ্যোগ নেয়া হয়েছে।

 

তিনি আরো জানান, গত ১০দিন ধরে বিজিবি’র সৈনিকরা স্বেচ্ছায় কাজ করছে।এলাকাবাসীর স্বার্থে কাজ করতে পেরে তারা খুশি। এ পর্ষন্ত ৫০০টি বালুর বস্তা আর দেড় সশতাধিক বল্ডি দেওয়া হবে। এ কাজ শেষ হতে আরো ১৫-২০ দিন সময় লাগতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত