পার্বত্যাঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় সমন্বিত খামার ব্যবস্থাপনার কৃষক মাঠ স্কুল বিষয়ে রাঙামাটিতে বুধবার দুমাস ব্যাপি প্রশিক্ষন সমাপ্ত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি বাস্তবায়নে ও ড্যানিডার অর্থায়নে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। কৃষি সম্প্রসারণ বিভাগ ও হর্টিকালচার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিষদ সদস্য সাধন মনি চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, প্রাণী সম্পদ বিভাগের ডাঃ দেবরাজ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর ফিরোজ ফয়সাল আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা।
অনুষ্ঠান শেষে উপজেলার ৫৪জন কৃষক সহায়তাকারীদের (৪র্থ ও ৫ম ব্যাচ) অংশ গ্রহনকারীদের সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া ৩জন প্রশিক্ষণার্থীদের মাঝে পাম্প মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। দেশের প্রায় ৭৫ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তার মধ্যে আমাদের পার্বত্য অঞ্চলের মানুষ বেশীর ভাগই কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের উপরই জীবিকা নির্বাহ করে।
তিনি বলেন, বাংলাদেশের ফসল উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত পরিবেশবান্ধব কৃষি উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিক সাফল্যে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকারের পাশাপাশি পাহাড়ে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সিএইচটিডিএফ-ইউএনডিপি’র এই প্রকল্পের কাজগুলো সত্যিই প্রশংসনীয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.