বরকলে মা ও শিশু,কৈশোরকালিন স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা

Published: 11 May 2016   Wednesday   

বুধবার বরকলে মা ও শিশু,কৈশোরকালিন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভার আয়োজন করা হয়।

 

বরকল উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি কর্মকর্তা সতিশ শংকর চাকমা। বক্তব্যে রাখেন সুবলং ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক কেরণ চাকমা,স্বাস্থ্য বিভাগের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার উপেন্দ্র লাল চাকমা,বরকল কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম মোঃ আবু বক্কর ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা। এসময় আরো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাসহ মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 সভায়  বলা হয়, উপজেলা সদর ও পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালিত বিভিন্ন  ইউনিয়নের ক্লিনিকগুলোতে আগামী ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত পরিবার পরিকল্পনা,মা ও শিশু কৈশোরকালিন স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন বিশেষ সেবা প্রদান করা হবে এবং সেবা নিতে আসার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত