বরকলে সামাজিক সুরক্ষা ফোরামের নাগরিক সনদের বিল বোর্ড উদ্ধোধন

Published: 10 May 2016   Tuesday   

মঙ্গলবার বরকলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপ বৃত্তি ও মাধ্যামিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপ বৃত্তি বিষয়ে নাগরিক সনদের বিল বোর্ড`র উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বেসরকারি উন্নয়ন সংস্থা টংগ্যা ও উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের উদ্যোগে টংগ্যার উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরকল উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের সভাপতি প্রতিময় চাকমা। বক্তব্যে রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাঙা মারমা টংগ্যার সামাজিক সুরক্ষা ফোরাম প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শুভাশিষ চাকমা সামাজিক সুরক্ষা ফোরামের সহ- সভাপতি নন্দ বিকাশ চাকমা  ও সাধারণ সম্পাদক পুলিন বিহারী চাকমা।


এর আগে প্রাথমিক উপবৃত্তির নাগরিক সনদের নিয়মাবলির বিল বোর্ড-এর উদ্ধোধন করেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাঙা মারমা ও মাধ্যমিক বিদ্যালয়ের উপবৃত্তির নিয়মাবলির বিল বোর্ড বিতরণ করেন উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের সভাপতি প্রতিময় চাকমা। এ সময় টংগ্যার হিসাব রক্ষক শেলি চাকমা সামাজিক সুরক্ষা ফোরামের সদস্য রিণা চাকমা অনুরুপা চাকমা ও প্রদীপ ত্রিপুরাসহ টংগ্যা ও সামাজিক সুরক্ষা ফোরামের সদস্যারা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত