ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটি জেলার ৪৯ ইউপি` মধ্যে ৪৬ জন দলীয় চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকা ঘোষনা করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। ৪৯টি ইউপি`র মধ্যে জুরাছড়ির দুম্যাদুম্যা ইউপি এবং বাঘাইছড়ির বঙ্গলতলী ও সার্বোতলী ইউপি বাদে বাকী ৪৬ ইউপিতে দলীয় প্রার্থীর নামের তালিকা ঘোষনা করা হয়েছে।
শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামীলীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ৭২৬টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন দলটির যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল উল আলম হানিফ। এ ৭২৬টি ইউনিয়নের মধ্যে রাঙামাটির ৪৯টি ইউপি’র মধ্যে ৪৬ টি ইউপিতে দলীয় প্রার্থী চেয়ারম্যানদের নামের তালিকা রয়েছে।
রাঙামাটির ৪৯টি ইউপি’র মধ্যে দলীয় প্রার্থীরা হলেন বরকল উপজেলা ৫টি ইউপিতে সুবলং ইউনিয়নে সুশান্ত ময় চাকমা, বরকল সদর ইউনিয়নে প্রভাত কুসুম চাকমা, আইমাছড়া ইউপিতে মোঃ নুরুল হক, ভুষণছড়া ইউপিতে মোঃ মামুনুর রশিদ মামুন ও বড় হরিণা ইউপিতে লালতনা পাংখোয়া।
জুরাছড়ি উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে জুরাছড়ি সদর ইউপিতে মিতা চাকমা, বনযোগীছড়া ইউপিতে কেতন চাকমা ও মৈদং ইউপিতে লাল বিহারী চাকমা। তবে দুমদুম্যা ইউপিতে প্রার্থীর তালিকা নেই।
কাউখালী উপজেলার ৪টি ইউপি’র মধ্যে বেতবুনিয়া ইউপিতে খইযাবাই তালুকদার,ফটিকছড়ি ইউপিতে লাথোয়াই মারমা,ঘাগড়া ইউপিতে মোঃ বেলাল উদ্দিন ও কলমপতি ইউপিতে ক্যজাই মারমা।
নানিয়ারচর উপজেলার ৪ ইউপি’র মধ্যে বুড়িঘাট ইউপিতে মোঃ মামুন ভূইয়াঁ,সাবেক্ষ্যাং ইউপিতে পলেন তালুকদার,নানিয়ারচর সদর ইউপিতে ঝিল্লোল মজুমদার, ও ঘিলাছড়ি ইউপিতে পরিতোষ চাকমা।
বিলাইছড়ি উপজেলার ৩টি ইউনিয়নের মধ্যে ফারুয়া ইউপিতে বিদ্যালাল তনচংগ্যা,কেংড়াছড়ি ইউপিতে শেখ শাহিদুল ইসলাম ও বিলাইছড়ি সদর ইউপিতে তরুন কান্তি তঞ্চঙ্গ্যা।
কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে কাপ্তাই সদর ইউপিতে আব্দুল লতিফ, রাইখালী ইউপিতে মংক্য মারমা, চন্দ্রঘোনা ইউপিতে মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী,ওয়াগ্গা ইউপিতে চিরনজীত তনচংগ্যা ও চিৎমরম ইউপিতে থুইচাইপ্রু মার্মা।
রাজস্থলী উপজেলা ৩টি ইউপি’র মধ্যে ঘিলাছড়ি ইউপিতে পুলুখয় তালুকদার,গাইন্দা ইউপিতে উবাচ মারমা ও বাংগালহালিয়া ইউপিতে ঞোমং মারমা।
লংগদু উপজেলার ৭টি ইউপি’র মধ্যে মাইনীমুখ ইউপিতে মোঃ আবদুল বারেক সরকার,আটারকছড়া ইউপিতে আব্দুর রহিম, কালাপাকুজ্যা ইউপিতে মোঃ মোস্তফা মিয়া,গুলশাখালী ইউপিতে মোঃ আবদুর রহিম, লংগদু সদর ইউপিতে মোঃ ইমাম হোসেন,ভাসন্যআদাম ইউপিতে মোঃ হযরত আলী ও বগাচত্তর ইউপিতে মোঃ আব্দুল রশিদ।
বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউপি’র মধ্যে ৬টি ইউপি’র দলীয় প্রার্থীরা হলেন, সাজেক ইউপিতে মোঃ আনোয়ার হোসেন,রুপকারী ইউপিতে শ্যামল চাকমা,মারিশ্যা ইউপিতে সুমন চাকমা,বাঘাইছড়ি ইউপিতে অলিভ চাকমা,খেদারমারা ইউপিতে কান্তি ময় চাকমা ও আমতলী ইউপিতে মোঃ রাসেল চৌধুরী। এর মধ্যে বঙ্গলতলী ও সার্বোতলী ইউনিয়নের প্রার্থীর নামের তালিকা নেই।
রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে সাপছড়ি ইউপিতে মোঃ মোস্তাফিজুর রহমান,জীবতলী ইউপিতে অর্জুন তালুকদার, মগবান ইউপিতে মোঃ জহিরুল ইসলাম, বালুখালী ইউপিতে অমর কুমার চাকমা,বন্দুক ভাঙ্গা ইউপিতে মানিক্য কিশোর চাকমা ও কুতুকছড়ি ইউপিতে ছুপি চাকমা।
উল্লেখ্য, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে রাঙামাটির ৪৯টি ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল। গত ২৭ মার্চ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ সময়ের মধ্যে রাঙামাটি জেলার ৪৯টি ইউপির মধ্যে ১৮টিতে আওয়ামীলীগ ও বিএনপি ২৯ টিতে কোন প্রার্থী দিতে পারেনি।
পাহাড়ের স্থানীয় দলগুলোর তৈরি করা ভীতির কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠার পর ২৯ মার্চ এক চিঠির মাধমে নির্বাচন কমিশন আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে নিবার্চন অনুষ্ঠান করার সিদ্ধান্ত জানিয়ে দেয় জেলা নির্বাচন কার্যালয়কে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.