বিলাইছড়িতে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা

Published: 05 May 2016   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটির  বিলাইছড়ি উপজেলায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে বিলাইছড়ি উপজেলা কনফারেন্স রুমে উপজেলা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামাবতি চাকমা।

 

কর্মশালায় মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা নিরাপদ মাতৃত্ব বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. রেজাউল করিম, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.রফিকুল ইসলাম এবং জন্ম নিবন্ধন ,পরিবেশ ও স্যানিটেশন বিষয়ে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামাবতি চাকমা। কর্মশালায় বক্তারা শিশু ও নারীর অধিকার প্রতিষ্ঠা করে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে অধিক জনসচেতনতা সৃষ্টিসহএলাকায় বাল্য বিবাহ রোধ ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করে ভবিষ্যত প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

 

 কর্মশালায় মুক্তিযোদ্ধা কমান্ডার শাক্যপ্রিয় বড়ুয়া,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি জসীম উদ্দিন তালুকদারসহ সরকারী কর্মকর্তা,এনজিও ও জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক,ধর্মীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত