বৃহস্পতিবার বেসরকারী উন্নয়ন সংস্থা সিআইপিডি`র উদ্যোগে রাঙামাটিতে মা ও শিশু সেবা ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সাপছড়ি ইউনিয়নে দিন ব্যাপী স্বাস্থ্য ক্যাম্পে ডা: উদয় শংকর দেওয়ান (প্রাক্তন সিভিল সার্জন, রাঙমাটি) ও ডাঃ রোমেল খীসা চিকিৎসা সেবা প্রদান করেন।এসময় সিআইপিডি`র নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমা, সাপছড়ি ইউনিয়নের ইউপি সদস্য নিরু চাকমা, সুমিত্রা চাকমা উপস্থিত ছিলেন।অনুষ্ঠিত ক্যাম্পে ক্যাম্পে ৬০ জন মা ও শিশু, ৬৬জন পুরুষকে সাধারণ রোগের চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়। এছাড়া ৫৬ জনের রক্ত গ্রুপ নির্ণয় ও ৭ জনের ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।
উল্লেখ্য, পল্লী সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে বাস্তবায়নাধীন“সমৃদ্ধি কর্মসূচি”র আওতায় সিআইপিডি এ হেলথ ক্যাম্পের আয়োজন করে। এ কর্মসূচি আওতায় এযাবৎ ২টি চক্ষু ক্যাম্প ও ৫টি স্বাস্থ্য ক্যাম্প পালিত চালিত হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.