বান্দরবানের আলীকদমে বৃহস্পতিবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
“গরীব দুঃখীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার” এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা আইগত সহায়তা কমিটি উদ্যোগে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিলের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ১নং আলীকদম সদর ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন।
গ্রীন হিল শিখা প্রকল্পের কুশল চাকমা সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন গ্রীন হিল শিখা প্রকল্পের এডভোকেট আহমেদ তাসনিম আলম, উপজেলা আওয়ামীলীগে সাবেক সাধারন সম্পাদক ডুংহ্রী মার্মা, শিখা প্রকল্পে ট্রেইনিং এন্ড ডকুমেন্টেশন অফিসার রিকু খীসা, উন্নয়ন বোর্ডে পি.ও প্রীতি রঞ্জন তংচংগ্যা ও রাজেন্দ্র চাকমা প্রমুখ। এর আগে গ্রীন হিল উপজেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ বটমূলে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন গরীব, দুঃস্থ্য ও অসহায়দের সরকারি খরচের আইনী সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিতকরনে জনসচেতনতা বৃদ্ধি উপর গুরেত্বারোপ করেন।
তিনি দেশের দরিদ্র মানুষজন যারা সামাজিক, আর্থিক প্রভৃতি কারণে আইনে দ্বারস্থ হতে পারেনি সেই সব নাগরিকদের বিনা খরচে আইনগত সহায়তা প্রদান করবে সরকার বলে তিনি বলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.