রাঙামাটিতে দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা গ্রহন পদ্ধতি কার্যক্রম জোরদার করনের লক্ষ্য অবহিত করন সভা

Published: 28 Apr 2016   Thursday   

প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনাসহ দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম জোরদার করনের অংশ হিসেবে বুধবার রাঙামাটিতে  জেলা পর্যায়ের দিনব্যাপী এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের  আয়োজিত অবহিত করন সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সভায়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, সদর উপেজলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুহী বনানী বক্তব্য দেন।

 

সভায় প্রজেক্টরের মাধ্যমে পরিবার পরিকল্পনার বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করেন এনজেন্ডার হেল্থ এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ আজমল হোসেন।

 

সভায় রাঙামাটি জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ, জেলা ও উপজলা পর্যায়ের  ঈমাম সমিতির নেতৃবৃন্দ ও স্টোক হোল্ডারগন উপস্থিত ছিলেন।

 

সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করন সহ প্রসব পরবতৃী পরিবার পরিকল্পনা গ্রহন এবং স্থায়ী জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি গ্রহনে সক্ষম দম্পত্তিদের ব্যাপক হারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন  পরিকল্পনা প্রনয়ন করা হয়।

 

সভায় বক্তরা বলেন, প্রত্যান্ত অঞ্চলের বসবাসরত নিরক্ষর মানুষগুলোকে সচেতন করার পাশাপাশি বাল্য বিবাহ রোধ করতে পারলে মার্তৃমৃত্যু হার অনেকাংশে কমে আসবে। এ জন্য মান্দ্রাতা আমলের প্রচারনা বার্তাগুলো পরিহার করে নতুন নতুন পদ্ধতিতে প্রচারনা চালাতে হবে।

 

বক্তরা আরো বলেন, বর্তমান সরকার পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে প্রদান করছে। কিন্তু প্রত্যান্ত এলাকার মানুষ সে পদ্ধতিগুলো সম্পর্কে অনেকাংশে অবগত নয়। স্বাস্থ্য কর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক  ও বিশেষ করে ধর্মীয় প্রধানদের এ সচেতন বার্তাগুলো সকলে মিলে প্রচার করে সচেতনতা বাড়াতে হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত