বান্দরবানে ইউপি’র পুনঃনির্বাচন ও হামলাকারীদের শাস্তির দাবীতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

Published: 27 Apr 2016   Wednesday   

বান্দরবানে ইউপি নির্বাচনে প্রশাসনের যোগসাজশে জাল ব্যালট পেপারের মাধ্যমে আওয়ামীলীগের ব্যাপক ভোট ডাকাতি এবং লামার গজালিয়ায় জনসংহতি সমিতি ও পিসিপি’র সদস্যদের ওপর হামলার প্রতিবাদে বুধবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে।

 

বক্তারা বান্দরবানে আওয়ামীলীগ কর্তৃক ছাপানো নকল ব্যালট পেপারের মাধ্যমে জালিয়াতির নির্বাচন বাতিল করে গজালিয়া ইউপিসহ ২৫টি ইউপিতে পুনঃরায় নির্বাচন ও লামায় জনসংহতি সমিতি ও পিসিপি’র সদস্যদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান। অন্যথায় পার্বত্য চট্টগ্রামের জনসগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দিতে বাধ্য হবে।

 

বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, বান্দরবানের মত রাঙামাটিতে ইউপি নির্বাচনে ভোট জালিয়াতী করা হলে পার্বত্য চট্টগ্রামে আগুন জ্বলবে। তার জন্য দায় সরকারকে নিতে হবে। 

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমা। প্রধান বক্তা ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা উদয়ন ত্রিপুরা।

 

বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুপ্রভা চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জুয়েল চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সভাপতি টোয়েন চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন পার্বত্য জনসংহতি সমিতির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরৎজ্যোতি চাকমা।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল সংগঠনের জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বনরুপা এলাকা ঘুরে গিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সমাবেশ করা হয়।


সমাবেশে বক্তারা অভিযোগ করে আরো বলেন, গত ২৩ এপ্রিল বান্দরবানের ইউপি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামীলীগ পূর্ব-পরিকল্পনা অনুসারে শত শত নকল ব্যালট পেপার ছাপিয়ে প্রশাসনের যোগসাজশে আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি উৎসবে মেতে উঠেছিল। ছাত্রলীগ-যুবলীগের তান্ডবের কারণে সাধারণ ভোটাররা কেউ ভোট দিতে পারেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত