বিলাইছড়িতে বীজ ও কৃষি উপকরণ বিতরণ

Published: 26 Apr 2016   Tuesday   

মঙ্গলবার বিলাইছড়ি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের মাঝে বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

 

বিলাইছড়ি উপজেলা সদরে স্থানীয় ১২০জন কৃষকের মাঝে বীজ ও উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামাবতি চাকমা,বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও বড়থলী ইউপি চেয়ারম্যান আথোমং মারমা প্রমুখ।


সমাবেশে বলা হয়, চলতি খরিপ মৌসুমে এখানকার ১২০জন কৃষকের প্রত্যেককে ১বিঘা জমিতে রোপনের জন্য ১০ কেজি নেরিকা বীজ,২০ কেজিইউরিয়া,১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

 

এছাড়া প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক সেচ বাবদ ৪শত ও আগাছা বাছাই বাবদ ৪শত টাকা সহ মোট ৮শত টাকা বিকেবি’র নির্দিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে পাবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত