রাঙামাটিতে তিন দিনের বিউটি পার্লার ও কমিউনিটি ফটো জার্নালিজম বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন

Published: 10 Oct 2014   Friday   

শুক্রবার থেকে রাঙামাটিতে বিউটি পার্লাার ও ফটো কমিউনিটি জার্নালিজম বিষয়ক তিন দিনের প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। শহরের বনরুপার নারী বির্বতন ট্রেনিং সেন্টারে ইউএনডিপি-সিএইটিডিএফ এর অর্থায়নে ওম্যান ফর চ্যালেঞ্জিং ফিউচার ইন সিএইচ টি কর্মসূচীর অধীনে তিন দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, নারী উদ্যোক্তা টুকু তালুকদার, প্রগ্রেসিভ-এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, সাংবাদিক হরি কিশোর চাকমা, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, ইউএনডিপি’র কর্মকর্তা ত্রিমতি খেয়াং প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন কক্সি তালুকদার। জেলার দশ উপজেলার বিভিন্ন নারী সংগঠনের মোট ৪০জন প্রশিক্ষনার্থী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এ প্রশিক্ষণে নারী নির্যাতন, জেন্ডার সেনসিটিভিটি, সংবাদ সংগ্রহ, টেলিভিশন সংবাদকিতা, তথ্য সংগ্রহ ও রেকর্ডিং, সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও কলা-কৌশল, ক্যামেরা ব্যবহার, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত