শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ও পানছড়ি সদর ইউনিয়নে সরকারী দলের চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে ৮টি কেন্দ্রে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করেছেন।
রোববার খাগড়াছড়ি জেলাশহরের একটি রেস্টুরেন্ট-এ কবাখালীর বর্তমান চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমা ও পানছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রিয়ংকর চাকমা সংবাদ সম্মেলনে লিখিত এসব করেন।
অভিযোগে বলা হয়, শুধু জালিয়াতি নয়, কবাখালীতে হাচিনসনপুর উচ্চ বিদ্যালয় ও ১নং কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় সাম্প্রদায়িক উম্মাদনা সৃষ্টির মাধ্যমে পাহাড়ি ভোটারদের তাড়িয়ে দেয়া হয়েছে। এসময় প্রশাসনকে বিষয়টি তাৎক্ষনিক জানানো হলেও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করেননি। ফলে এসময় পোলিং এজেন্টদের জিম্মি করে খুশীমতো ‘নৌকা’ প্রতীকে সিল মারা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রিয়ংকর চাকমা অভিযোগ করে বলেন, ৬টি কেন্দ্রে সরকার দলীয় প্রার্থীর লোকজন তিন স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিয়ে ব্যালটে সিল মেরেছে।
বিষয়টি লিখিতভাবে রির্টানিং অফিসারকে তিনি নিজে এবং অপর দুই প্রার্থী আফজাল মিয়া ও ক্যজরী মারমা’র স্বাক্ষরে জ্ঞাত করা হলেও তিনি কোনই ব্যবস্থা নেননি বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত কবাখালী ইউনিয়নের জাসদ প্রার্থী কমল বিকাশ চাকমাও অন্য দুই প্রার্থীর বক্তব্যের সাথে একমত প্রকাশ করেন। তাঁরা বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সরকার দলীয় প্রার্থীরা আতংক সৃষ্টি করে তাঁদের নিশ্চিত জয় কেড়ে নিয়েছেন। তাই তাঁরা নিরপেক্ষ জনমত প্রতিফলনে স্বার্থে এই দুই ইউনিয়নের ফলাফল স্থগিত করে ৮টি কেন্দ্রে পূন: নির্বাচনের দাবী জানান।
জেলা নির্বাচন কর্মকর্তা মো: নুরুল আলম জানান, কেন্দ্র ওয়ারি ভোটের ফলাফল ঘোষণা, ভোট গ্রহণ স্থগিত করা কিংবা কেন্দ্রে উদ্ভুত পরিস্থিতি সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার সংশ্লিষ্ট পিসাইডিং অফিসারের। এরপরও যদি কোন প্রার্থী সংক্ষুব্ধ হন তাহলে তিনি ইলেকশন ‘ট্রাইব্যুনাল’-এ যেতে পারেন।
কবাখালী ও পানছড়ি সদর ইউনিয়নের নৌকা প্রতীকের জয়ী প্রার্থী জাহাঙ্গীর হোসেন ও নাজির হোসেন জানান, দিনে-দুপুরে ভোট গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সব প্রার্থীর পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন। সুতরাং কেন্দ্রের বাইরের পরিস্থিতির সাথে ফলাফলের কোনই সম্পর্ক থাকতে পারে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.