লামায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন

Published: 23 Apr 2016   Saturday   

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া লামা উপজেলায় শনিবার অনুষ্ঠিত ৭টি ইউনিয়নে শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিকে, ৭টি ইউপিতে  ৫টিতে আওয়ামীলীগ ও ২টিতে বিএনপি এগিয়ে রয়েছে।

 

জানা যায়, নির্বাচন চলাকালে লামা ইউনিয়নের মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধলে পুলিশ এক রাউন্ড ছুড়ে।  এতে ১জন আহত হয়। আজিজ নগর ইউনিয়নের চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগ মনোনীত ও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধলে বিদ্রোহী প্রার্থী নুরুচ্ছফাসহ তিন জন আহত হন। তাকে চট্টগ্রামমেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং রিপুজি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও সাপের গারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানির শীষ ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। বৈল্যার চর কেন্দ্রে ধানের শীষ সমর্থিত এক মহিলা কর্মী আহত হলে তাকে লামা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এদিকে, ৭টি ইউপিতে  ৫টিতে আওয়ামীলীগ ও ২টিতে বিএনপি এগিয়ে রয়েছে বলে বেসরকারী ফলাফলে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত