লামায় সুষ্ঠ নির্বাচনে যাবতীয় প্রস্তুতি সম্পন্নঃ ৭ ইউনিয়নের ৬৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ন

Published: 22 Apr 2016   Friday   
no

no

বান্দরবানের লামা উপজেলার ৭ ইউনিয়ন পরিষদেও শনিবার সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। এবার এ ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯জন, সাধারন সদস্য পদে ২২৮জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৬জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

 

এদিকে, পুলিশের পক্ষ থেকে ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রের সবক’টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

জানা যায়, লামা উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯জন, সাধারন সদস্য পদে ২২৮জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৬জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এ ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা হচ্ছেন ৫১ হাজার ৭৪২জন। এর মধ্যে নারী ভোটার ২৫ হাজার ৪৯৯জন এবং পুরুষ ভোটার ২৫হাজার ৯২৫জন। নির্বাচন সম্পন্ন করতে ৭টি ইউনিয়নে পৃথক ৩জন রিটার্নিং অফিসার, ৬৪জন প্রিজাইডিং অফিসার, ১৭৩জন সহকারি প্রিজাইডিং এবং ৩৪৬ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি ভোট কেন্দ্র ও সার্বিক আইনশৃংখলা রক্ষার দায়িত্বে¡ থাকবেন ৪জন ম্যাজিষ্ট্রেট, পুলিশ, আনসার ও বিজিবি’র সদস্যরা।


অপরদিকে পুলিশের পক্ষ থেকে ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রের সবক’টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রথমবারের মত দেশের দুই রাজনৈতিক দলের অংশ গ্রহনে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে নতুন আমেজ সৃষ্টি করেছে জনমনে। একইভাবে অপ্রীতিকর ঘটনা ঘটারও আশংকা করা হচ্ছে।


ধানের শীষ প্রতীকের দূর্গ হিসেবে পরিচিত লামা উপজেলায় জয় পেতে নৌকা প্রতীক নিয়ে মরিয়া হয়ে উঠেছে আওয়ামীলীগ। আর নিজেদের দূর্গে বিগত দিনের জয়ের ধারা অক্ষুন্ন রাখতে ধানের শীষ প্রতীক নিয়ে তৎপর বিএনপি। শেষ মূহুর্তে সকল প্রার্থীরা দিন রাত পাহাড় নদী ডিঙ্গিয়ে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে উঠান বৈঠক, প্রচার প্রচারনাসহ গণসংযোগ সম্পন্ন করেছেন।


লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা নববিন্দু নারায়ন চাকমা জানান, নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে সকল ধরনের প্রস্তুুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। শনিবার সকলের সহযোগিতায় লামা উপজেলাবাসীকে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।


লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন জানান,লামা উপজেলা ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষার দায়িত্বে প্রতি কেন্দ্রে পুলিশ থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত