শনিবার রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির(আরআরইউ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা ও সাধারন সম্পাদক পদে যুমনা টেলিভিশনের প্রতিনিধি ফজলুর রহমান রাজন পুনঃরায় নির্বাচিত হয়েছেন।
আরআরইউ কার্যালয়ে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুশীল প্রসাদ চাকমা। সভার শুরুতে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব দাখিল করেন সংগঠনের সাধারন সম্পাদক ফজলুর রহমান রাজন। পরে সংগঠনের উন্নতিকল্পে উপস্থিত সদস্যরা বিভিন্ন মতামত তুলে ধরেন। সভা শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুবছরের জন্য ৯সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় পরের মেয়াদের কমিটিতে চৌধুরী হারুনুর রশীদকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করার জন্য প্রস্তাবনা করা হয়। একই সাথে সভায় পরের মেয়াদের কমিটিতে ফাতেমা জান্নাত মুমু সভাপতি পদে নির্বাচিত করতে প্রস্তাবনা জানালে সেই প্রস্তাবনাও রেজুলেশন আকারে লিপিবদ্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
পরে সাংবাদিক দম্পত্তি ফজলে এলাহি ও সেলিনা সুমি`র পক্ষ থেকে আরআরইউ-এর কর্তৃপক্ষকে একটি ডেস্কটপ কম্পিউটার সেট প্রদান করেন।
নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে বীর চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি চৌধুরী হারুনুর রশীদ ও মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি সেলিনা সুলতানা সুমি, যুগ্ম-সম্পাদক পদে দেশ টিভির প্রতিনিধি বিজয় ধর, অর্থ-সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক পূর্বদেশের প্রতিনিধি এম কামাল উদ্দিন, সময় টিভির প্রতিনিধি হেফাজত-উল বারি সবুজ ও চ্যানেল নাইন-এর প্রতিনিধি শংকর হোড়।
এছাড়া সাধারন সদস্য হলেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সত্রং চাকমা ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি ফজলে এলাহী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.