মারমাদের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই উপলক্ষে শনিবার রাঙাসাটিতে ঐতিহ্যবাহী পানি খেলা উৎসবের আয়োজন করা হয়।
রাঙামাটির মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর আয়োজনে আসামবস্তি নারিকেল বাগানে পানি খেলার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা । মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মংউচিং মারমা (ময়না)’র সভাপতিত্বে আলোচনা সভায় সন্মানিত অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর। বিশেষ অতিথি হিসেবে রাঙামাটির মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী ও জেলা প্রশাসনের এডিএম আবু সাঈদ চৌধুরী।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে ও তরুন-তরুনীদের জল ছিটিয়ে জল উৎসবের উদ্ধোধন করেন। এরপর স্থানীয় নৃত্য ও সঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ আইডল মং ও সাইক্লোন ব্যান্ডের পরিবেশনায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় বক্তরা বলেন, পার্বত্য জেলায় বসবাসরত পাহাড়ী জনগোষ্ঠীদের ভাষা, শিক্ষা, সংষ্কৃতি ও ঐতিহ্য রক্ষায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। পার্বত্য চুক্তির আগে পাহাড়ের মানুষ শান্তিতে উৎসব পালন করতে পারেনি। বর্তমান সরকার পাহাড়ের মানুষের প্রতি আলাদা আন্তরিকতা আছে বলেই পার্বত্য শান্তি চুক্তি করেছে। এর ফলে পাহাড়ের মানুষ নির্ভয়ে যার যার ধর্ম ও উৎসব পালন করতে পারছে।
বক্তরা আরও বলেন, নৃগোষ্ঠীর প্রবীনরা যেভাবে নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রেখেছেন ঠিক সেভাবে নবীনদেরও ধরে রাখতে হবে এবং মনে লালন ও ধারন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.